মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিশ্বকাপে গর্জে উঠার অপেক্ষায় বাংলাদেশ 

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৩, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপে গর্জে উঠার অপেক্ষায় বাংলাদেশ 

ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। দলগুলো চার বছর ধরে অপেক্ষায় থাকে বিশ্বকাপে অংশ নিতে। নিজেদের তৈরি করে নেয় সেভাবে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ নিজেদের গড়ে তুলেছে সমীহ জাগানিয়া দল হিসেবে। আর কয়েক ঘন্টা পরই ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। যেখানে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে আসর। এর আগে জেনে নেওয়া যাক এবারের আসরে বাংলাদেশ দলের খুঁটিনাটি। 

অতীত ইতিহাস- ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের প্রথম অংশ গ্রহন ১৯৯৯ সালে। এরপর থেকে ৬টি আসরে বিশ্বকাপে উপস্থিতি ছিল দেশটির। আজ থেকে শুরু হওয়া ২০২৩ বিশ্বকাপ দিয়ে ৭ম আসর খেলবে টাইগাররা। গত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ। এরপর নিজেদেরকে সাদা বলের ফর্ম্যাটে বিশ্ব দড়বারে ভালো ভাবে জানান দেন টাইগাররা। আসন্ন বিশ্বকাপে অংশগ্রহন পর্বে তৃতীয় দল হিসেবে ছিলেন তারা। 


বিজ্ঞাপন


এবারের বিশ্বকাপে তাই নিজেদের সেরাটা দিতে চলেছে মাঠে। এর আগে মাশরাফির নেতৃত্বে ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারে টাইগাররা। এবার সাকিব আল হাসানের নেতৃত্বে বিশ্বকাপে খেলতে নামবে তারা। ওয়ানডে বিশ্বকাপে মোট ৪২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় পেয়েছে ১৪ ম্যাচে। ২৫ ম্যাচ হারতে হয়েছে। ৩টি ম্যাচ কোনও ফল নির্ধারণ হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে আয়োজিত এবারের বিশ্বকাপে চমক দিতে পারে সাকিবের বাংলাদেশ।

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে চমক দিতে পারে তরুণ শক্তি:  ২০০৭ বিশ্বকাপের পর এবারই প্রথম বিশ্বকাপে নেই তামিম। তামিম ইকবাল না থাকলেও স্কোয়াডে জায়গা পেয়েছেন আরেক তামিম। তানজিদ হাসান তামিম বড় তামিমের মতোই ওপেনার। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এই তরুণ তুর্কি। অন্যদিকে তামিম ছাড়াও বাংলাদেশের বিশ্বকাপ দলে আছেন বেশ কয়েকজন তরুণ, যারা এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিচ্ছেন।

গত বিশ্বকাপের স্কোয়াডে থাকা নয়জনই নেই এবারের বিশ্বকাপে। বাংলাদেশের ১৫ জনের স্কোয়াডে আটজনেরই এটি প্রথম বিশ্বকাপ। ২০১৯ বিশ্বকাপের স্কোয়াডে থাকাদের মধ্যে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ২০১৫ বিশ্বকাপের পর আবারও দলে এসেছেন তাসকিন আহমেদ।

এবারই প্রথম বিশ্বকাপে খেলতে যাচ্ছেন আট বাংলাদেশি। যাদের মধ্যে রয়েছেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। এদের মধ্যে হৃদয়, তামিম ও সাকিবের ওয়ানডে অভিষেক হয়েছে চলতি বছরই। তামিম ও সাকিব তো কেবল এশিয়া কাপ ও নিউজিল্যান্ড সিরিজে সুযোগ পেয়েছেন। 


বিজ্ঞাপন


তবে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ বলে ৮৪ রানের চমৎকার ইনিংস খেলে দারুণভাবে জানান দিয়েছেন নিজের উপস্থিতি। মাঠের লড়াইয়ে আগে অভিজ্ঞতায় সব দেশ থেকেই এগিয়ে বাংলাদেশ। সাকিব-মুশফিকদের অভিজ্ঞতা ও তরুণদের সাহসী ক্রিকেট মাঠে মঞ্চায়িত হলেই বাংলাদেশের সাফল্য পাওয়া সম্ভব। কোটি ক্রিকেটপ্রেমী জনতা সেই অপেক্ষাতেই আছে।

যে কারনে ভারতের মাটিতে চমক দিতে পারে বাংলাদেশ: কন্ডিশন বিবেচনায় বাংলাদেশ অন্য অনেক দল থেকে এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। তাদের পেস বোলিং আক্রমণ এর সঙ্গে সাকিব আল হাসানের অলরাউন্ডার যেকোনো দলের জন্য ভয়ের কারণ। এছাড়া সাকিব, রিয়াদ ও মুশফিকের মতো অভিজ্ঞদের সঙ্গে হৃদয়ের মতো নতুন তারকা ব্যাটারতো আছেই।  অভিজ্ঞতা ও অলরাউন্ডদের মেলবন্ধনে দারুণ লড়াই দিতে প্রস্তুত টাইগাররা।

পরিসংখ্যান- গত বিশ্বকাপের পর থেকে নিজেদের মাঠে বাংলাদেশ ১৬ ম্যাচে জয়ের বিপরীতে হেরেছে ৯ ম্যাচে। তবে দেশের বাইরে অতটা দাপুটে তারা ছিল না (৯ জয়, ১২ হার)। ভারত পাশের দেশ হলেও সেখানে খেলাটা বাংলাদেশ দলের জন্য অপরিচিত কন্ডিশনে খেলার মতোই হবে। 

ব্যবধান গড়ে দেয়া ক্রিকেটার: সাকিব আল হাসান। রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নারের পাশাপাশি বাংলাদেশ অধিনায়কই ছিলেন ২০১৯ বিশ্বকাপে ৬০০-র বেশি রান করা তিন খেলোয়াড়ের আরেকজন।

বিশ্বকাপে বাংলাদেশের দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

                                                   এক নজরে বাংলাদেশ ক্রিকেট দল 
বিশ্বকাপে অংশগ্রহন: আসন্ন বিশ্বকাপসহ ৭ বার  
শিরোপা: নেই
আইসিসি র‍্যাঙ্কিং: ৮ নম্বরে
বিশ্বকাপের অধিনায়ক: সাকিব আল হাসান
বিশ্বকাপের কোচ: চন্ডিকা হাথুরুসিংহে
বিশ্বকাপে তাদের প্রতিপক্ষ: পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নেদারল্যান্ডস, ইংল্যান্ড।

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর