বাংলাদেশের ক্রিকেটে তামিম ইকবাল ইস্যু যেন শেষ হবার নয়। বিশ্বকাপের আগে টাইগারদের ভারত যাত্রা থেকে সবচেয়ে বেশি আলোচনার বিষয় তামিমের বাদ পড়া। দেশসেরা এই ওপেনারের বিশ্বকাপ দলে না থাকার আলোচনা এবার পৌঁছে গিয়েছে ভারতের ধর্মশালায়। আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। এর আগে আজ সংবাদ সম্মেলনে আসেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আফগানিস্তানের বিপক্ষে পরের দিকে ব্যাট করতে বলা হয়েছিল দেশসেরা ওপেনার তামিমকে। পরে বোর্ড কর্মকর্তার দেওয়া প্রস্তাব নিয়ে উত্তেজিতও হয়ে গিয়েছিলেন তিনি। এর মূল কারণ আফগানিস্তানের শুরুর দিকের পেসার ফজল হক ফারুকির বিপক্ষে তামিমের বাজে পরিসংখ্যান। ওয়ানডেতে ফারুকির বিপক্ষে চার ইনিংস খেলে সবগুলোতেই আউট হয়েছেন তামিম। ৪৬ বল মুখোমুখি হয়ে ৩৮টিই দিয়েছেন ডট। সবমিলিয়ে রান করেছেন কেবল ২০।
বিজ্ঞাপন
তামিম দলে না থাকায় আফগানিস্তানের বিপক্ষে স্বস্তিতে কিনা বাংলাদেশ এমন প্রশ্নে খেপে যান হাথুরু। ধর্মশালায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা খুবই অদ্ভুত প্রশ্ন। আপনি এমন একজনকে নিয়ে জানতে চাইলেন যে কিনা এখানে নেই। আমি ঠিক নিশ্চিত নই এখানে স্বস্তির কি আছে।’
বিশ্বকাপ দলে অভিজ্ঞ তামিমের জায়গায় সুযোগ পেয়েছেন তরুণ তানজিদ হাসান তামিম। এই তরুণ ক্রিকেটার বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচেই ভালো করেছেন। তাকেই কি আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামানো হবে? এ নিয়ে জানতে চাইলে হাথুরু বলেন, ‘আমাদের দুটি বিকল্প আছে আপনি যেমন বলেছেন। আমরা আগামীকাল সকালে জিনিসটা নিয়ে ভালো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় থাকবো। আমরা দেখবো আগামীকাল আমরা আগে ব্যাট করবো নাকি পরে আর কারা উদ্বোধনী ব্যাটিং করবে সিদ্ধান্ত নেবো। ’

