মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আফগানিস্তানকে ২৮৩ রানের চ্যালেঞ্জ দিল পাকিস্তান

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

আফগানিস্তানকে ২৮৩ রানের চ্যালেঞ্জ দিল পাকিস্তান

চলমান বিশ্বকাপে জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে পাকিস্তান। টানা দুই জয়ে বিশ্বকাপ শুরুর পর টানা দুই হারে কোণঠাসা পাকিস্তান আফগানদের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না। সে লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ম্যান ইন গ্রিনদের অধিনায়ক বাবর আজম। আগে ব্যাট করতে নেমে বাবর আজম ও আবদুল্লাহ শফিকের অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রানের সংগ্রহ পায় পাকিস্তান। 

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের হয়ে ইনিংস শুরু করতে আসেন আবদুল্লাহ শফিক ও ইমাম উল হক। এই দুই ব্যাটারে ভালো সূচনা পায় ম্যান ইন গ্রিনরা। তাদের জুটিতে ইনিংসের অষ্টম ওভারে দলীয় অর্ধশতকের দেখা পায় বাবরের দল। তবে দলীয় ৫৬ রানে ইমাম আউট হলে ভাঙে এই জুটি। ২২ বলে ১৭ করেন তিনি। 


বিজ্ঞাপন


ইমাম ফিরলেও একপ্রান্ত আগলে দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসা অধিনায়ক বাবর আজমকে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন শফিক। সেই ধারাবাহিকতায় ব্যক্তিগত অর্ধশতকে পূরন করেন তিনি। চলতি আসরে এটি তার দ্বিতীয় অর্ধশতক। অবশ্য ফিফটির ইনিংস লম্বা করতে পারেননি শফিক। দলীয় ১১০ রানে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা নুর আহমেদের বলে লেগ বিফরের ফাঁদে পরে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার ৫৮ রান করেন তিনি।

afg_pakistan

এরপর চতুর্থ উইকেটে ব্যাট করতে আসেন মোহাম্মদ রিজওয়ান। তবে উইকেট থিতু হওয়ার আগেই দলীয় ১২০ রানে সাজঘরে ফিরেছেন তিনি। আউট হবার আগে ১০ বলে ৮ করেন তিনি। পরে বাইশ গজে ব্যাটিংয়ে নামেন সৌদ শাকিল। তাকে সঙ্গে নিয়ে ছোট্ট জুটি গড়েন বাবর আজম। কিন্তু ৪৩ রানের জুটি গড়ে শাকিলও পথ ধরেন প্যাভিলিয়নে। ড্রেসিংরুমে ফিরে যাবার আগে ২৫ রান করেন তিনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়তে থাকা পাকিস্তান। 

সেখান থেকে বাবরের ব্যাটে ঘুরে দাঁড়াতে শুরু করে মেন ইন গ্রিনরা। একই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের ৩০তম অর্ধ শতক তুলে নেন বাবর। তবে দলকে স্বস্তি দিয়ে নিজেই সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরেছেন ম্যান ইন গ্রিনদের অধিনায়ক। সাজঘরে যাওয়ার আগে ৭৪ রান করেন এ ব্যাটার। 


বিজ্ঞাপন


এরপর ষষ্ট উইকেটে ব্যাট করতে আসেন ইফতেখার আহমেদ। শাদাব খানকে সঙ্গে নিয়ে শেষ দিকে আফগান বোলারদের ওপর তান্ডব চালাতে থাকেন ইফতেখার। শেষ পর্যন্ত শাদাবের ৪০ ও ইফতেখারের ৪০ রানের ক্যামিং ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রানের সংগ্রহ পায় বাবর আজমের দল। আফগানদের হয়ে বল হাতে সর্বোচ্চ তিনটি উইকেট নেন নূর আহমেদ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর