ভারত-পাকিস্তান ভাগ হওয়ার সময় বাংলাদেশে চলে আসেন বিহারীরা। দেশের বিভিন্ন স্থানে শুরু করেন বসবাস। সে সময় তাদের ‘মুহাজির’ বলা হতো। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বসবাসের জায়গা হয়ে ওঠে ক্যাম্প। দেশব্যাপী ১১৫টি ক্যাম্পে বসবাস করে উর্দুভাষীরা।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষার জন্য প্রাণদানকারী মহান শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছেন সেই উর্দুভাষীদের একাংশ।
বিজ্ঞাপন
বাংলাদেশি বিহারী পুণর্বাসন সংসদ নামের এক সংগঠনের ব্যানারে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
উর্দুভাষী হয়ে বাংলা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কারণ জানতে চাইলে সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক নিয়াজ আহমেদ খান ঢাকা মেইলকে জানান, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে দুইজন ভাষা সৈনিক ছিলেন বিহারী। তারা সে সময় গ্রেফতার ও কারাবরণ করেছিলেন।
নিয়াজ আহমেদ খান বলেন, ৫২’র ভাষা সংগ্রামটা উর্দুর বিরুদ্ধে ছিল না। বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য ছিল। এটা এই দেশের জনগণ বুঝে বলেই উর্দু বাংলার পরে দ্বিতীয় অবস্থানে আছে। ব্যাপকভাবে উর্দু চলে এই দেশে।
বিজ্ঞাপন
কারই/এইউ