বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

যথাযথ মর্যাদায় ফরিদপুরে ভাষা দিবসের শ্রদ্ধাঞ্জলি নিবেদন 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৩ এএম

শেয়ার করুন:

loading/img

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফরিদপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।

যথাযথ মর্যাদার মধ্য দিয়ে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে শহরের অম্বিকা ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানো শুরু হয়। 


বিজ্ঞাপন


ভাষা শহীদদের স্মরণে প্রথমে ১ মিনিট নীরবতা পালন শেষে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, জেলা পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌর মেয়র, জেলা আওয়ামী লীগসহ এর সকল অঙ্গসংগঠনের নেতারা। 

এছাড়াও বিভিন্ন সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন। সকাল ৮টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রভাত ফেরী বের হবে।

প্রতিনিধি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর