শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ব্যানারে ‘মাতৃভাষা’ বানানটাই ভুল দেখা গেছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসেন রাজধানীর প্রসিদ্ধ এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
দুই প্রতিষ্ঠানের ব্যানারেই মাতৃভাষা বানানটি ভুল লক্ষ্য করা যায়। ব্যানারে ‘মাতৃভাষা’ শব্দটি লেখা হয়েছে ‘মার্তৃভাষা’।
বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়ে গেছেন, তাদের শ্রদ্ধা জানাতে সঙ্গে আনা ব্যানারে বাংলা বানান ভুলকে দৃষ্টিকটু বলে মনে করেন অনেকেই। শহীদ মিনার এলাকায় বিষয়টি নিয়ে কাউকে কাউকে সমালোচনা করতেও দেখা যায়।
ভুল বানান সম্বলিত ব্যানার দুটি দেখে হতাশা প্রকাশ করেন শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসা ফজলুল করিম। একটি বেসরকারি প্রতিষ্ঠানের এই কর্মী ঢাকা মেইলকে বলেন, 'আমি পরিবারকে সঙ্গে নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। আমার মেয়ে ক্লাস ফাইবে পড়ে৷ সেও মাতৃভাষা বানানটা জানে। অথচ দুটি বিখ্যাত প্রতিষ্ঠানের ছাত্র সংগঠনের ব্যানারে যখন মাতৃভাষা বানানটা ভুল দেখা যায়, সেটা খুবই হতাশাজনক।'
বিজ্ঞাপন
কারই/জেবি