বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঠাকুরগাঁওয়ে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১০ এএম

শেয়ার করুন:

loading/img

একুশের প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের উদ্যোগে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন।


বিজ্ঞাপন


এরপর পর্যায়ক্রমে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনিট, জেলা আওয়ামীলীগ, বিএনপি ঠাকুরগাঁও প্রেসক্লাব, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, স্বাস্থ বিভাগসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীরা, সর্বস্তরের জনসাধারণ ফুলের ডালা নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানান।

88

ভাষা আন্দোলনে যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির অধিকার, সেই শহীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করতে রাত ১১টা থেকেই দলে দলে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের ডালা নিয়ে লাইন ধরে জমায়েত হতে থাকে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সরকারি বেসরকারি দফতরের বিভিন্ন কর্মকর্তা এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের পদচারণায় পরিপূর্ণ হয়ে উঠে ঠাকুরগাঁও বড় মাঠ ও শহীদ মিনার প্রাঙ্গণ।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর