বুধবার, ১৫ মে, ২০২৪, ঢাকা

১ মিনিটে শহীদ মিনার, ৩০ সেকেন্ডে পতাকা!

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

১ মিনিটে শহীদ মিনার, ৩০ সেকেন্ডে পতাকা!

ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। দিবসটিকে কেন্দ্র করে অনেকে সৃজনশীল কিছু কাজ করেন। এরমধ্যে কেউ গালে আল্পনা, শহীদ মিনার, জাতীয় পতাকা এঁকে দেন। বিনিময়ে পারিশ্রমিকও পান বেশ ভালো।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) শহীদ মিনার এলাকা ঘুরে দেখা গেছে, নতুন নতুন অনেক আঁকিয়ে বিশেষ করে বাচ্চাদের গালে এঁকে দিচ্ছেন শহীদ মিনার। জাতীয় পতাকা।


বিজ্ঞাপন


বিনিময়ে অবশ্য খুশি যে যেমন দিচ্ছেন তাই নিচ্ছেন বেশিরভাগ আঁকিয়ে। তবে কেউ কেউ কিছুটা জোর করেও টাকা নিচ্ছেন। 

দেখা গেছে, ভালো যারা আঁকতে পারেন তাদের একটি জাতীয় পতাকা রঙ করতে ৩০ সেকেন্ডের মতো সময় লাগছে। আর শহীদ মিনার এঁকে দিতে সময় লাগছে মাত্র এক মিনিট।

HH2

শহীদুল ইসলাম নামের একজন ঢাকা মেইলকে বলেন, দিবসগুলোতে আসি। নিজে যেহেতু কিছু কাজ পারি তাই বসে না থেকে সময়টা কাজে লাগাই। দিন শেষে আয়ও ভালো হয়।


বিজ্ঞাপন


গত বছর ২১ ফেব্রুয়ারি তিন হাজার টাকা আয় হয়েছিল বলে জানান তিনি।

শহীদ মিনারের পূর্বপাশে রফিকুল ইসলাম নামের একজন বেসরকারি চাকরিজীবী সন্তানের গালে শহীদ মিনার এঁকে দেওয়ার জন্য বলেন শিল্পীকে। জানালেন, বাচ্চাদের এ দিনগুলোতে নিয়ে আসার কারণ ওরা আমাদের ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে পরিচিত হোক। শহীদ মিনার এঁকে দেয়ায় দেখলাম মেয়ে অনেক খুশি। ওদের খুশির জন্যই এটা করা।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর