রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

শহীদ মিনারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

শহীদ মিনারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদের নেতৃত্বে মঙ্গলবার শ্রদ্ধা নিবেদন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তারা শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন।


বিজ্ঞাপন


পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সচিব বলেন, শিশুদের সঠিক উচ্চারণ ও শুদ্ধভাবে বাংলা লেখা ও বলা শিখিয়ে তাদের চেতনায় ও প্রেরণায় বাংলা ভাষার মর্ম উপলব্ধি করার লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের তাদের ভাষায় শিখন-শেখানোর প্রয়াসও অব্যাহত আছে।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, মাতৃভাষার মাধ্যমেই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত সম্ভব।

এ সময় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (বিএনএফই) মহাপরিচালক আবদুল মান্নান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত প্রমুখ উপস্থিত ছিলেন।

পিএস/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর