ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিনের বাড়িতে স্থাপিত শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন তাঁর পরিবারে সদস্য, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষক শিক্ষার্থীরাসহ সর্বস্তরের মানুষ।
এসময় দেশের বিভিন্ন জেলা থেকেও মানুষ শ্রদ্ধা জানাতে আসেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শুরু হয়।
সকাল ৯টা ৪০ মিনিটের দিকে শহীদ রফিক উদ্দিনের পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় শহীদ রফিকের বোন আলেয়া খানম (৭৫) তার ছোট ভাই খোরশেদ আলমসহ ভাই বোনদের ছেলেমেয়েরা উপস্থিত থেকে শহীদ বেদীতে ফুলের শ্রদ্ধা জানান ভাষা শহীদের।
প্রতিনিধি/এইচই