বুধবার, ১৫ মে, ২০২৪, ঢাকা

নাটোরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩২ এএম

শেয়ার করুন:

নাটোরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

একুশের প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নাটোরে শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহরের কানাইখালি মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের উদ্যোগে প্রথম পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়।


বিজ্ঞাপন


এ সময় নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শামীম আহমেদ, জেলা পুলিশ সুপার মো. সাইফুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরি জলি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনিট, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, নাটোর প্রেসক্লাব, ইউনাইটেড প্রেসক্লাব, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, স্বাস্থ্য বিভাগসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী এবং স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাসহ সর্বস্তরের সাধারণ মানুষ ফুলের ডালা হাতে নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানান। এসময় ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ মিনার ফুলে ফুলে ভরে যায়।
 
পরে ভাষা শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর