বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

২১’র প্রথম প্রহরে ফেনীর শহীদ মিনারে জনতার ঢল  

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩৮ এএম

শেয়ার করুন:

loading/img

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদ আবদুস সালামের নিজ জেলা ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল দেখা গেছে। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে শহরের ট্রাংক রোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক ও এনজিওসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


বিজ্ঞাপন


৫২’র ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহীদদের সম্মানার্থে একুশের প্রথমে শ্রদ্ধাঞ্জলি জানান, সুপ্রিম কোর্টের বিচারপতি মামনুন রহমান, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা ও দায়রা জজ এ এস এম রুহুল ইমরান, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, জেলা পুলিশ সুপার জাকির হাসার শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের পরপর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এসময় শহীদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মানুষের ঢল নামে। মুহূর্তের মধ্যে পুরো শহীদ মিনার বেদী ফুলে ফুলে ভরে যায়।

প্রতিনিধি/এইউ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন