বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ঢাকা

শেষ শুক্রবারে কেমন বিক্রি হচ্ছে বই?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৩ পিএম

শেয়ার করুন:

শেষ শুক্রবারে কেমন বিক্রি হচ্ছে বই?

বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। মাসব্যাপী এই মেলা শেষের পথে। মেলার আজ শেষ শুক্রবারে (২৪ ফেব্রুয়ারি) দর্শনার্থীদের উপচে পরা ভিড় মেলা প্রাঙ্গণে। বই বিক্রিও হচ্ছে বেশ। কয়েকটি স্টলের বিক্রয় প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য দিনের তুলনায় দ্বিগুণ বিক্রি হচ্ছে আজ।

অ্যাডর্ন পাবলিকেশনের বিক্রয় প্রতিনিধি সাজিদ হোসেন বলেন, হ্যাঁ হচ্ছে বেশ। অনন্যা পাবলিকেশন থেকেও বলা হয় একই কথা। 


বিজ্ঞাপন


সময় প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি আরাফাত বলেন, কথা বলার সময় পাচ্ছি না। আজ এতো ক্রেতা। আবার অনেকেই বইয়ের নাম লিখে এনেছেন, তা কিনছেন। 

book

অন্যপ্রকাশেও দেখা যায়, উপচে পড়া ভিড়। তারা জানান, হুমায়ুন আহমেদ স্যারের বই বিক্রি হচ্ছে সব থেকে বেশি। 

সবুজ নামে এক ক্রেতা এসেছেন মুন্সীগঞ্জ থেকে। তিনি বলেন, নানাভাবে তথ্য সংগ্রহ করে কয়েকটি বইয়ের নাম লিখে এনেছি কেনার জন্য। সাতটা বই কিনেছি, আরেকটা নেওয়া বাকী আছে।


বিজ্ঞাপন


আজ মেলায় আগত দর্শনার্থীদের মাঝে বেশ আনন্দ উৎসাহ দেখা যায়। অনেকেই পরিবার, বন্ধুদের নিয়ে এসেছেন মেলায়। 

আসাদুল হক নামে এক দর্শনার্থী বলেন, আমি মেলায় আজ চারদিন এলাম। এর আগে শুধু দেখে দেখে পছন্দ করেছি, আজ কিনলাম। আমার ব্যক্তিগত একটা বইয়ের সংগ্রহশালা আছে বাড়িতেই। এবার সেই তালিকায় কিছু বই যুক্ত করলাম।

পিএস/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর