শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

নিষিদ্ধ হলো ববি হাজ্জাজের ‘প্রেসিডেন্টের লুঙ্গি নাই’ বই

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১০ পিএম

শেয়ার করুন:

নিষিদ্ধ হলো ববি হাজ্জাজের ‘প্রেসিডেন্টের লুঙ্গি নাই’ বই
ছবি: সংগৃহীত

রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির পদবিকে কটাক্ষ করার পাশাপাশি আপত্তির নামের কারণে এবারের বইমেলায় নিষিদ্ধ করা হলো ববি হাজ্জাজের লেখা ‘প্রেসিডেন্টের লুঙ্গি নাই’ বই। গতিধারা প্রকাশনী থেকে প্রকাশিত বইটি নিষিদ্ধ করেছে বাংলা একাডেমির টাস্কফোর্স কমিটি।

বইটির লেখক ববি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সাবেক উপদেষ্টা ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান।


বিজ্ঞাপন


বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের ছেলে ববি একসময় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের উপদেষ্টা ছিলেন। পরে নিজেই একটি রাজনৈতিক দল গড়েন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির টাস্কফোর্সের সভাপতি অসীম কুমার দে বলেন, ‘বইটির নামই আপত্তিকর। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির পদবিকে কটাক্ষ করে বইটির শিরোনাম করা হয়েছে।’

>> আরও পড়ুন: মেলার ২২তম দিনে প্রকাশিত হলো নতুন ৬৪ বই

অসীম কুমার দে বলেন, ‘বইমেলার নীতিমালায় বলা আছে- কাউকে কটাক্ষ করে কোনো বই প্রকাশ করা যাবে না। কিন্তু বইটির শুরুতেই কটাক্ষ করা হয়েছে।’


বিজ্ঞাপন


বাংলা একাডেমির টাস্কফোর্সের সভাপতি আরও বলেন, ‘বইটি আমি পড়ে দেখেছি, বইটির মধ্যে কিছুই নেই। কটাক্ষ না করে অন্য কোনো নাম ব্যবহার করা যেত। গত সোমবার বইটি আমাদের নজরে এলে আমরা পরদিনই প্রকাশনা প্রতিষ্ঠানকে বইটি মেলায় প্রদর্শন ও বিক্রি না করার নির্দেশনা দেই। তারা সেটি মেনে নিয়েছে।’

এ বিষয়ে গতিধারা প্রকাশনীর নির্বাহী পরিচালক আহমেদ কাওসার বলেন, ‘বইমেলা কমিটি থেকে মৌখিকভাবে আমাদের বলেছে বইটি বিক্রি বা প্রদর্শন না করতে। আমরা আর বিক্রি করছি না।’

>> আরও পড়ুন: বইমেলায় ৫ মিনিটেই মিলছে পেন্সিলে আঁকা ছবি!

এদিকে, বইয়ের নিষেধাজ্ঞার বিষয়ে লেখক ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেছেন, ‘এটি মূলত একটি উপন্যাস। আমি নিশ্চিত করেই বলতে পারি, এখানে কোনো ব্যক্তি বিশেষকে কটাক্ষ বা কুরুচিপূর্ণ কিছু লেখা হয়নি। আমি যতটুকু জেনেছি, তারা বইটির নাম নিয়ে আপত্তি করেছে। পুরো বইটি তারা পড়েননি। পড়লে আমার মনে হয় বইটি সম্পর্কে তাদের নেতিবাচক ধারণা হবে না। এই বইটি সবাই পছন্দ করবেন’

এ সময় বইটি নিষিদ্ধ করার আগে তার সঙ্গে বাংলা একাডেমি যোগাযোগ করেনি বলেও দাবি করেন ববি হাজ্জাজ।

বিইউ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর