এভিয়েশন, উড়োজাহাজ কিংবা বিমানবন্দর সম্পর্কে অনেকের জানার আগ্রহ অসীম। বর্তমান জেনারেশনের অনেকের এভিয়েশন সেক্টরে কাজ করার আগ্রহ রয়েছে। যাদের কল্পনায় পাখির চোখে আকাশটাকে দেখার ইচ্ছে কিংবা পাখির ডানার ওপর ভর করে অসীম আকাশে ঘুরে বেড়িয়ে সারা বিশ্বটাকে দেখার ইচ্ছে তাদের জন্য ‘ব্ল্যাকবক্স’একটি অসাধারণ সৃষ্টি।
বাংলাদেশ এভিয়েশন জনসংযোগে দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতাকে তুলে ধরতে ব্ল্যাকবক্সকে বেছে নিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ মো. কামরুল ইসলাম। এবারের একুশে বইমেলায় ৪৩৭-৪৩৮ নম্বর সপ্তডিঙ্গা প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।
বিজ্ঞাপন

এভিয়েশন সেক্টর সম্পর্কে সম্যক ধারণা দিতে, কেবিন ক্রু কিংবা কাস্টমার সার্ভিস বা এয়ারলাইন্সের অন্য যেকোনো ডিপার্টমেন্টে কাজ পেতে আগ্রহীদের জন্য ‘ব্ল্যাকবক্স’ সহায়ক গ্রন্থ হতে পারে। এয়ারলাইন্স কিংবা এয়ারক্রাফটের ইতিহাস, দেশের এভিয়েশন ও পর্যটন শিল্প কিংবা আকাশ ভ্রমণের নিয়মনীতির ধারণা পেতে বইটি আপনার সংগ্রহশালাকে করতে পারে সমৃ্দ্ধ।
এমআইকে/জেবি













































































