বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

ছুটির দিনে বইমেলায় থাকছে যেসব আয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৮ এএম

শেয়ার করুন:

ছুটির দিনে বইমেলায় থাকছে যেসব আয়োজন

অমর একুশে বইমেলার দশম দিনে সাপ্তাহিক ছুটি থাকায় নানা আয়োজন রেখেছে বাংলা একাডেমি। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শুরু হয়ে বইমেলা চলবে রাত ৯টা পর্যন্ত।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির উপপরিচালক মোহাম্মদ আকবর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এতে বলা হয়, শুক্রবার অমর একুশে বইমেলার দশম দিন। এ দিন মেলা শুরু হবে সকাল ১১টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। এরমধ্যে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় শিশুপ্রহর চলবে। এছাড়া অমর একুশে উদযাপনের অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

>> আরও পড়ুন: নবম দিনে মেলায় নতুন ১২৩ বই

শিল্পী হাশেম খান ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করবেন। পরে বেলা সাড়ে ৯টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।

এছাড়া বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘শিল্পী সফিউদ্দীন আহমেদ ও এস এম সুলতানের জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন মলয় বালা এবং সৈয়দ নিজার। এছাড়া আলোচনায় অংশ নেবেন সুশান্তকুমার অধিকারী, ইমাম হোসেন সুমন, নাসির আলী মামুন এবং নীরু শামসুন্নাহার। আর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক মুনতাসীর মামুন।


বিজ্ঞাপন


এমএইচ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর