শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘আমরা কিছুক্ষণ আগেও ঝগড়া করেছি’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

‘আমরা কিছুক্ষণ আগেও ঝগড়া করেছি’

ইয়াসা ও দিয়া দুজনেই শিক্ষার্থী। পাশাপাশি ক্লাসমেটও। রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকায় এসেছেন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে। দুবছর আগেই মন দেওয়া-নেওয়া হয়েছে দুজনার। পড়াশোনার পাশাপাশি তাই বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপন করতে এসেছেন বইমেলায়।

দিয়া বলেন, ‘ভালোবাসা মানে বন্ধুত্ব। আমাদের কাছে ভালোবাসা উদযাপনের দিন ৩৬৫ দিনই। ভালোবাসার সম্পর্কে চড়াই-উৎরাই থাকবেই। আমরা কিছুক্ষণ আগেও ঝগড়া করেছি। ভালোবাসার এই দিনে তাকে বলতে চাই, ভালোবাসি। সারাজীবন সুখে-দুঃখে একসঙ্গে থাকতে চাই।’


বিজ্ঞাপন


Book Fairদুই বছর আগে ইয়াসা ও দিয়ার বন্ধুত্বের সম্পর্ক গড়ায় ভালোবাসায়। তাদের মতো লাল-বাসন্তী পোশাক পরিহিত অনেক যুগলের উপস্থিতিতে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস ও পয়লা বসন্তের দিনে মুখরিত হয়ে উঠেছে একুশে বইমেলা প্রাঙ্গণ। বিক্রিও বেড়েছে ঢের।

ইয়াসা বলেন, বইমেলায় আসলাম। দুটো কবিতার বই কিনেছি আমরা। ভালোই লাগছে।

পয়লা বসন্ত ও ভালোবাসার দিনে বিক্রি বেড়েছে জানিয়ে মাওলা ব্রাদার্সের বিক্রয়কর্মী সাদেকুল ইসলাম বলেন, আজ মেলায় ভিড় বেশি। সঙ্গে বিক্রিও বেড়েছে কয়েক গুণ।

পিএস/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর