বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

বইমেলায় কেন চার্লি চ্যাপলিন?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৮ পিএম

শেয়ার করুন:

বইমেলায় কেন চার্লি চ্যাপলিন?

বিশ্বখ্যাত কমেডিয়ান চার্লি চ্যাপলিন। ভিনদেশি এই তারকাকে হঠাৎ ঢাকার বইমেলায় দেখলে চমকে যাবেন না যেন। 

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) যারা মেলায় এসেছেন অনেকেই দেখেছেন তাকে। মেলায় আগতদের সাথে ছবি নিচ্ছেন, সময় কাটাচ্ছেন। কখনও বা ঢু মারছেন বইয়ের দোকানে।


বিজ্ঞাপন


চার্লি চ্যাপলিনের সাজে মেলায় এসেছেন যিনি, মূলত তিনি একজন শিক্ষক। নাম তার বিএম শাহজালাল আহমেদ। ২০১৪ সাল থেকে চার্লিকে ধারণ করেছেন তিনি। 

book

শাহজালাল আহমেদ বলেন, মেলায় এসেছি পাঠক, লেখকসহ সকলকে উৎসাহিত করতে। 

তিনি আরও বলেন, আমি যখন অনার্সের শিক্ষার্থী ছিলাম তখন থেকেই এই চার্লিকে ধারণ করেছি। এটা আমার ভালোবাসা। শুরুতে বন্ধুদের মাঝে সীমাবদ্ধ থাকলেও এখন আমি চেষ্টা করছি ছড়িয়ে দিতে নিজেকে। 


বিজ্ঞাপন


শুক্রবার কাণায় কাণায় পূর্ণ মেলা প্রাঙ্গণ। বইমেলার শেষ ছুটির দিনে অনেকেই এসেছেন ঘুরতে। দর্শনার্থীরা ঘুরছেন, সময়টাকে স্মৃতির পাতায় ধরে রাখতে নিচ্ছেন ছবি। কিন্তু বই কিনছেন খুব কম ক্রেতাই। এরপরও অন্যান্য সময়ের তুলনায় বই বিক্রি ঢের বেশি। অনেক দোকানে আজকের দিনটির জন্য বাড়ানো হয়েছে লোকবল। 

পিএস/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর