সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

নাহিদের ময়নাতদন্ত সম্পন্ন, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ০৫:০৭ পিএম

শেয়ার করুন:

নাহিদের ময়নাতদন্ত সম্পন্ন, অতিরিক্ত রক্তক্ষরণে  মৃত্যু
কুরিয়ার সার্ভিস কর্মী নাহিদ হাসান। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেটে ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে নিহত কুরিয়ার সার্ভিস কর্মী নাহিদ হাসানের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার (২০ এপ্রিল) বিকেলে তার মায়না তদন্ত সম্পন্ন হয়। 

ময়না তদন্তকারী চিকিৎসক বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে নাহিদের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। 


বিজ্ঞাপন


হাসপাতাল মর্গে সামনে নিহতের বাবা মো. নাদিম বলেন, আমার ছেলে কাজের জন্য গেছে, ওতো কারো পক্ষে মারামারি করতে যায় নাই। ওরে কেন মারলো? এখন আমি কার নামে মামলা করুম, কার কাছে বিচার চামু। এই দুঃখের কথা কারে বলমু আমি। নাহিদ বিয়ের ৬ মাসের মাথায় তার স্ত্রী ডালিয়া বিধবা হয়ে গেলো।

বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সামনে অশ্রুসিক্ত হয়ে এসব কথাই বলেন শোকে বিহ্বল নিহতের বাবা।

তিনি আরও বলেন, গরীব মানুষ আমরা, ক্লাস ফাইভ পর্যন্ত পড়াতে পেরেছি নাদিমকে।  কিছুদিন নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে কাজ করেছে। এরপর থেকে সে বিভিন্ন দোকানে কাজ করে আসছিল। সবশেষ অ্যালিফেন্ট রোডে কাজ করত সে।

এমআইকে/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর