সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

সংঘর্ষের মধ্যেই চন্দ্রিমা সুপার মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ১২:৩৭ পিএম

শেয়ার করুন:

সংঘর্ষের মধ্যেই চন্দ্রিমা সুপার মার্কেটে আগুন

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের ফের সংঘর্ষ শুরুর পর চন্দ্রিমা সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর ১২টার পর ঢাকা কলেজ লাগোয়া মার্কেটটিতে আগুন লাগে। তবে কেউ সেখানে আগুন ধরিয়ে দিয়েছে নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।


বিজ্ঞাপন


dhakaব্যবসায়ীদের দাবি, ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী এসে মার্কেটটিতে আগুন ধরিয়ে দেয়। কিন্তু তাদের দাবি অস্বীকার করে ছাত্ররা বলছেন, তারা আগুন দেননি।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে কাজ করছে ব্যবসায়ীরা। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে নিউমার্কেট এলাকায় ‘কথা-কাটাকাটির জেরে’ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। গভীর রাত পর্যন্ত চলা সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে উভয়পক্ষের অন্তত ১০-১২ জন আহত হয়। এর মধ্যে তিন শিক্ষার্থীর গায়ে, বুকে ও মাথায় গুলি লেগেছে। অন্য দিকে শিক্ষার্থীদের ছোড়া ইটপাটকেলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

newওই ঘটনার জের ধরে আবারও সংঘর্ষে জড়ায় ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে পুলিশ।


বিজ্ঞাপন


ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, ‘সকালে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। দুই গ্রুপের সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।’

ডিএইচডি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর