সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

নিউ মার্কেট এলাকায় যান চলাচল বন্ধ, পরিস্থিতি থমথমে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ১১:৩৪ এএম

শেয়ার করুন:

নিউ মার্কেট এলাকায় যান চলাচল বন্ধ, পরিস্থিতি থমথমে

মধ্যরাতে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর রাতভর উত্তেজনা ছিল রাজধানীর নিউ মার্কেট এলাকায়। সকাল থেকে ছিল থমথমে পরিস্থিতি। এরপর আবারও পথে নেমে এসেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রড ও লাঠি-সোটা হাতে দল বেধে নিউ মার্কেট এলাকায় আসতে থাকেন ঢাকা কলেজের ছাত্ররা। শুরু হয় ভাঙচুর। হাতে লাঠি-সোটা নিয়ে বেরিয়ে আসেন ব্যবসায়ীরাও। বেধে যায় তুমুল সংঘর্ষ।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, নিউ মার্কেটের সড়কে সামনাসামনি অবস্থানে রয়েছেন ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। একে অপরের দিকে ঢিল ছুড়ছেন তারা। পুরো এলাকা পরিণত হয়েছে রণক্ষেত্রে। বিক্ষুব্ধদের অনেকেই এসেছেন হেলমেট পরে। ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

চন্দ্রিমা সুপার মার্কেট, ওভারব্রিজসহ আশপাশের ভবন থেকেও পরষ্পরের দিকে ঢিল ছুড়ছেন ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

সকাল থেকে টানা সংঘর্ষ চললেও ওই এলাকায় বেলা সোয়া ১১টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর দেখা মেলেনি। নেই কোনো পুলিশ সদস্য।

এর আগে সোমবার রাত ১২টার দিকে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের এই সংঘর্ষের শুরু। উত্তেজনা চলে ভোর পর্যন্ত। এ ঘটনার জেরে নিউ মার্কেট খুলতে না দেয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


ডিএইচি/ একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর