সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

টেলিভিশনের ক্যামেরা নিয়ে যাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ১২:৪৫ পিএম

শেয়ার করুন:

টেলিভিশনের ক্যামেরা নিয়ে যাওয়ার অভিযোগ

নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের সময় এশিয়ান টেলিভিশনের ক্যামেরা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। দুপুর সারে ১২টার দিকে ওয়াসিম ফারুক নামের একজন ব্যবাসায়ী ঢাকা মেইলের প্রতিবেদককে এই তথ্য জানিয়েছেন। 

ওয়াসিম ফারুক বলেন, সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীদের ভিডিও করছিল এশিয়ান টিভির ক্যামেরাম্যান। বিষয়টি নজরে আসার পর শিক্ষার্থীরা ক্যামেরাটি নিয়ে যায়। 


বিজ্ঞাপন


এশিয়ান টিভির পক্ষ থেকে সেখানে সংবাদ সংগ্রহের দায়িত্বে ছিলেন বাতেন বিপ্লব। এ বিষয়ে তার সাথে কথা বলার জন্য মোবাইলের যোগাযোগের চেষ্টা করা হয়েছে বেশ কয়েকবার। কিন্তু তাকে পাওয়া যায়নি। 

উল্লেখ্য যে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে থামলেও আজ মঙ্গলবার সকাল থেকে আবার শুরু হয়েছে।  সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যাচ্ছে না। 

সংঘর্ষের কারণে রাজধানীর ব্যস্ত মিরপুর সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ আছে।

গতকাল রাতের সংঘর্ষের ঘটনার জের ধরে আজ সকাল সোয়া ১০টার দিকে ফের সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষ চলছে৷ ঢাকা কলেজের ছাত্রদের একটি অংশ কলেজের ছাদে, আরেকটি অংশ চন্দ্রিমা মার্কেটের সামনে অবস্থান নিয়েছে।


বিজ্ঞাপন


এমআইকে/ একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর