সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

রাজধানীতে ছড়িয়ে পড়েছে যানজট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে ছড়িয়ে পড়েছে যানজট

রাজধানীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে আবারও সংঘর্ষ শুরু হয়। এই ঘটনার প্রভাবে নিউ মার্কেট, ধানমন্ডি, শাহবাগ, আজিমপুরসহ আশেপাশের এলাকায় যানচলাচল বন্ধ থাকায় রাজধানীতে তীব্র যানজট দেখা দিয়েছে। অসহনীয় যানজটে অস্থির সবাই।

মঙ্গলবার সকাল দশটার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা একত্রে জড়ো হতে শুরু করে। এরপর বেলা সাড়ে দশটার দিকে শিক্ষার্থী হামলার বিচারের দাবিতে তারা স্লোগান দেয়। এসময় আবারো শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় পর থেকে নিউমার্কেট ও এর আশেপাশের এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায় হয়ে যাওয়ায় আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজট শুরু হয়। যার ফলে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীতে তীব্র যানজট দেখা দিয়েছে।


বিজ্ঞাপন


গতরাতে নিউমার্কেট এলাকার এ সংঘর্ষ থেমে থেমে জোরদার হয়। শেষরাতে কলেজের প্রিন্সিপাল ছাত্রদের ফিরিয়ে নিয়ে গেলেও সকালে তারা আবার সংঘর্ষে জড়ায়। সকালে সায়েন্স ল্যাবরেটরি, এলিফ্যান্ট রোড, কাঁটাবন এলাকায় যানবাহন চললেও পরে তা বন্ধ হয়ে যায়। মিরপুর রোডের সব গাড়ি পান্থপথ, কাজী নজরুল ইসলাম এভিনিউ দিয়ে ঘুরিয়ে দেয় পুলিশ। অতিরিক্ত যানবাহনের চাপে এই এলাকায় তীব্র জটের সৃষ্টি হয়।

ঢাকা মেইলের প্রতিবেদকদের পাঠানো তথ্যের ভিত্তিতে জানা যায়, মঙ্গলবার সকাল দশটার পর থেকেই রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট সৃষ্টি হয়। সকাল ১১টার দিকে মতিঝিল, শান্তিনগর, কাকরাইল, গুলিস্তান, মগবাজারে তীব্র যানজট তৈরি হয়। ব্যস্ত এয়ারপোর্ট রোড, মহাখালি, গুলশান থমকে দাঁড়ায়।

আজ সরকারি অফিস ও স্কুল কলেজ খোলা থাকায় শিক্ষার্থী অভিভাবক ও অফিসগামীরা চরম বিপাকে পড়েন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীর বিভিন্ন প্রান্তে তীব্র যানজট। যা আজ দিনব্যাপী নগরবাসীর দুর্ভোগ বাড়িয়ে দেবে বলে আশংকা করছেন সংশ্লিষ্টরা।


বিজ্ঞাপন


টিএ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর