সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে মধ্যরাতে নিউ মার্কেট রণক্ষেত্র

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ০২:১৬ এএম

শেয়ার করুন:

শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে মধ্যরাতে নিউ মার্কেট রণক্ষেত্র

রাজধানীর নিউ মার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। সোমবার (১৮ এপ্রিল) রাত ১১টার কিছু সময় পর ঘটনার সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী পুলিশের ছোড়া ছররা গুলিতে আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা প্রিন্সিপালের অফিস অবরুদ্ধ করে রেখেছেন। 


বিজ্ঞাপন


নিউ মার্কেট থানা, ঢাকা কলেজ ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে ঢাকা কলেজের তিন ছাত্রলীগের কর্মী একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান। খাবারের বিল কম দেওয়ায় প্রথমে তর্কাতর্কি পরে তা মারামারিতে রূপ নেয়। এসময় ব্যবসায়ীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারধর করেন। তিন শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরে তাদের সঙ্গী-সাথীদের নিয়ে নিউ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

নিউ মার্কেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব আলী ঢাকা মেইলকে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দফায় দফায় সংঘর্ষ এখনও চলছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার পর নিউমার্কেট জোনের এডিসি হারুনুর রশিদ ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেছেন। পুলিশ পরিস্থিতি সামাল দিতে ১৫ থেকে ২০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে।  কিন্তু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি।

bbb


বিজ্ঞাপন


খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা কলেজের তিন শিক্ষার্থী কলেজটির ফরহাদ ছাত্রাবাসে থাকেন। তাদের সাথে অপ্রীতিকর ঘটনার পর তারা ক্যাম্পাসে ফিরে গিয়ে ছাত্রদের খবরটি জানান। পরে ফরহাদ ছাত্রাবাসসহ ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীরা ব্যবসায়ীদের ধাওয়া করেন। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা বহিরাগত তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। মোটরসাইকেল তিনটি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। এছাড়াও ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিউ মার্কেটের ২ ও ৩ নম্বর গেট ভাঙচুর করেছেন।  ঘটনাস্থলে এখনও শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে। 

জানা গেছে, নিউ মার্কেটের এক দোকান কর্মীকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ধরে নিয়ে গেছে। পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। 

এমআইকে/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর