সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ব্যাংকের বুথসহ নিউমার্কেট এলাকায় বন্ধ সকল প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

ব্যাংকের বুথসহ নিউমার্কেট এলাকায় বন্ধ সকল প্রতিষ্ঠান

মধ্যরাতে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর রাতভর উত্তেজনা ছিল রাজধানীর নিউ মার্কেট এলাকায়। সকাল থেকে আবার সংঘর্ষ শুরু হয়।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রড ও লাঠি-সোটা হাতে দল বেধে নিউ মার্কেট এলাকায় আসতে থাকেন ঢাকা কলেজের ছাত্ররা। শুরু হয় ভাঙচুর। হাতে লাঠি-সোটা নিয়ে বেরিয়ে আসেন ব্যবসায়ীরাও। বেধে যায় তুমুল সংঘর্ষ।


বিজ্ঞাপন


দফায় দফায় সংঘর্ষের ফলে এই এলাকায় থাকা বিভিন্ন ব্যাংকের শাখা, উপশাখা ও এটিএম বুথসহ সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

এছাড়া সায়েন্সল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত সব ধরনের দোকানপাটও বন্ধ রয়েছে। ওই এলাকার সড়কে যান চলাচলও বন্ধ রয়েছে। সাড়ে বারটার দিকে সংঘর্ষের এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা চন্দ্রিমা মার্কেটে আগুন দেয়। তবে দ্রুতই ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনে। সর্বশেষ ওই এলাকায় থমথমে উত্তেজনা পরিবেশ দেখা গেছে।

ডব্লিউএইচ/ একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর