বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়ার পর হতবিহ্বল হয়ে পড়েন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীরা। আতঙ্কে শুরু হয় চিৎকার-কান্না। দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন ক্ষুদে শিক্ষার্থীরা। ইতিমধ্যে একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে পুড়ে আহত হয়েছে শিক্ষার্থীসহ অনেকে।
এদিকে বিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে উদ্ধার কাজে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান।
বিজ্ঞাপন
আরও পড়ুন-উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ভেঙে পড়েছেন মাশরাফিরা
আরও পড়ুন-‘ভারত যা করেছে, পাকিস্তান তা ভুলবে না’
এখন পর্যন্ত উদ্ধার কাজে যুক্ত হয়েছেন ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের কর্মীরা। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি আছড়ে পড়ার পর সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে দুপুর ১টা ২২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন-রাজনৈতিক টানাপোড়েনের বলি ভারত-পাকিস্তান ম্যাচ

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। বিমানের পাইলট জীবিত আছেন কি না এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন-অবশেষে হচ্ছে আর্জেন্টিনা–স্পেন ‘ফিনালিসিমা’, জানা গেল সময়
আরও পড়ুন-ভারতের সঙ্গে আরও তিন বোর্ড বাংলাদেশে এসিসি সভা বয়কট করল
বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে। শোকাহত জাতীয় দলের ক্রিকেটাররাও। আক্রান্তদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন তারা। প্রার্থনা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেই সঙ্গে সংবাদকর্মীদের এক অনুরোধও করেছেন তিনি। তামিম লিখেন, যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বি*ধ্ব*স্ত।
তিনি আরও লিখেন, আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আ*ক্রা*ন্ত বাচ্চাদের র*ক্তা*ক্ত ও আ*হ*ত অবস্থার এসব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।















































































































































