শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেতাকর্মী ও স্বাস্থ্যকর্মীদের সহায়তার নির্দেশ বিএনপির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

নেতাকর্মী ও স্বাস্থ্যকর্মীদের সহায়তার নির্দেশ বিএনপির

উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটছে। এই ঘটনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির স্বাস্থ্য টিমকে আহতদের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছে বিএনপি।

সোমবার (২১ জুলাই) বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে ছুটির মুহূর্তে একটি প্রশিক্ষণ বিমান ভবনের ওপর বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির স্বাস্থ্য টিমকে আহতদের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

বিইউ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর