শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাইলস্টোন ট্র্যাজেডি: বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে হচ্ছে বোর্ড গঠন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ০৩:৩৭ পিএম

শেয়ার করুন:

Mile
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পরে উদ্ধারকাজের চিত্র।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের উন্নত চিকিৎসার লক্ষ্যে বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বোর্ড গঠন করা হবে। 

শনিবার (২৬ জুলাই) সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। 


বিজ্ঞাপন


তিনি জানান, বর্তমানে বার্ন ইনিস্টিউটে ৩৬ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৯ জন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আছে চারজন।

32

এর আগে শনিবার চিকিৎসরত অবস্থায় আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ। তারা হলো- জারিফ ও মাসুমা। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৫ জনে। 

গত ২১ আগস্ট দুপুরে বিমান বাহিনী একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। মুহূর্তেই ঘটনাস্থল মৃত্যুপুরীতে পরিণত হয়। এ ঘটনা সারাদেশ নাড়িয়ে দিয়েছে।


বিজ্ঞাপন


ভয়াবহ এ দুর্ঘটনায় বিমানের পাইলট তৌকিরও নিহত হয়েছেন। বাকি ৩৪ জনের মধ্যে দুজন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা এবং ৩২ জন কোমলমতি শিক্ষার্থী।   

এমআর/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর