শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘ও ভাইয়া ও ভাইয়া’ বলে ডেকেই গেলেন পাইলট তৌকিরের বোন, মিলল না সাড়া!

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

‘ও ভাইয়া ও ভাইয়া’ বলে ডেকেই গেলেন পাইলট তৌকিরের বোন, মিলল না সাড়া!

বিমান বিধ্বস্তে প্রাণ হারানো ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জানাজার নামাজের জন্য রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টায় নগরীর রেলগেটে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নেওয়া হয়। এ সময় পরিবারের সদস্যরা স্টেডিয়ামের ভেতরে তাকে শেষবারের মতো দেখার সুযোগ পান।


বিজ্ঞাপন


এ সময় পাইলট তৌকিরের বোন বৃষ্টি খাতুন কান্না ভেঙে পড়ে 'ও ভাইয়া ও ভাইয়া' বলে ডাকতে থাকেন। এ সময় তার মরদেহ গাড়ি থেকে নামানো হয়।

বৃষ্টি কাঁদতে কাঁদতে ভাইকে সম্বোধন করে বলেন, তুই সকালে একবার কল দিলি না কেন ভাই? একটু কথা কেন কেন বললি না?

পরে তাদেরকে র‌্যাব-৫ এর একটি গাড়িতে করে বাসায় নিয়ে যাওয়া হয়।

rs


বিজ্ঞাপন


জানাজার পূর্বে তৌকিরের বাবা তহুরুল ইসলাম কথা বলেন। তিনি বলেন, ছেলে আমার অনেক ভদ্র নম্র ছিল। তার আচার ব্যবহারে কেউ কষ্ট পেলে ক্ষমা করে দেবেন। এ সময় তিনিও কান্নায় ভেঙে পড়েন। 

প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর