শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজশাহীতে দাফন হবে পাইলট তৌকিরের, খোঁড়া হচ্ছে কবর

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

রাজশাহীতে দাফন হবে পাইলট তৌকিরের, খোঁড়া হচ্ছে কবর

বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জানাজার নামাজ রাজশাহী নগরীতে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নগরীতে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর নগরীর সপুরা গোরস্থানে তাকে সমাহিত করা হবে।


বিজ্ঞাপন


আজ বেলা ১১টায় তৌকিরের চাচা সাদিকুল ইসলাম ঢাকা মেইলকে এসব তথ্য জানান।

সরেজমিনে দেখা যায়, সপুরা গোরস্থানে কবর খনন শুরু করা হয়েছে। এ সময় তৌকিরের চাচা মতিউর রহমান ও সাদিকুল ইসলাম আসেন।

তারা ঢাকা মেইলকে জানান, জানাজার জায়গা এখনও নির্ধারণ হয়নি। তবে রাজশাহীতে হবে এটা নিশ্চিত। স্টেডিয়ামে করা যায় কিনা আমরা যোগাযোগ করছি, কথা বলছি। বিকেলে জানাজা হবে। এরপর সপুরায় দাফন হবে। চূড়ান্ত জায়গা পরে জানতে পারবো।

 

তৌকিরের নানা আজিজুর রহমান জানান, মরদেহ দুপুর আড়াইটার সময় ঢাকা থেকে বিমানে নিয়ে আসা হবে। এরপর দাফন হবে বিকেলে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর