শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাইলস্টোনের সেই শিক্ষিকার প্রতি বিমান বাহিনীর শ্রদ্ধা 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ১০:১০ পিএম

শেয়ার করুন:

M
শিক্ষিকা মেহরীনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বিমান বাহিনীর সদস্যরা।

২০ জন শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারানো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা।

Biman_Bahini2


বিজ্ঞাপন


বুধবার (২৩ জুলাই) নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের পক্ষ থেকে শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

Biman_bahini3

বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত শিক্ষিকা মাহেরীন চৌধুরী। নিজের জীবন উৎসর্গ করে যেভাবে তিনি কোমলমতি শিক্ষার্থীদের রক্ষা করেছেন, তা চিরকাল সকলের হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।


বিজ্ঞাপন


বিইউ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর