ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত বিমানবাহিনীর পাইলট তৌকির ইসলামের বাসায় শোকের মাতম চলছে। তার পারিবারিক বাড়ি চাঁপাইনবাবগঞ্জ হলেও পরিবার রাজশাহীর শহরে বসবাস করত।
সোমবার (২১ জুলাই) নগরীর উপ-শহরের ৩ নম্বর সেক্টরে তার বাসায় স্বজনরা আহাজারি করছেন।
বিজ্ঞাপন
পাইলট তৌকিরের বাবার নাম তোহরুল ইসলাম, তার মায়ের নাম সালেহা খাতুন।
সোমবার বিকেলে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। বিকেল ৫টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়।
তৌকিরের চাচা মতিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমাদের তৌকির আর বেঁচে নেই। বিমানবাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার এয়ারপোর্টে পাঠানো হয়। সেই হেলিকপ্টারে করে তোহরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টি ঢাকায় গেছেন।
মতিউর রহমান আরও বলেন, ‘সম্প্রতি সাগর রাজশাহী এসেছিল। ছয় মাস আগে তার বিয়ে হয়। তার কোনো বাচ্চা-কাচ্চা নেই। ছোট ভাই মরদেহ নিয়ে এলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।’
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ















































































































































