শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সরাসরি

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত 

রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। 

সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 


বিজ্ঞাপন


বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের এডিসি এস এম জাহাঙ্গীর হাসান। তিনি ঢাকার মেইলকে বলেন, একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে কেউ আহত বা নিহত আছে কিনা আমরা এখনো জানতে পারিনি, ঘটনাস্থলে যাচ্ছি। 

খোঁজ নিয়ে জানা গেছে, ১টার দিকে উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে কাজ করছে। দুর্ঘটনার সময় মাইলস্টোন ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এ সময় শিক্ষার্থীদের দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখা গেছে। প্রাপ্ততথ্য অনুযায়ী, বিমান বাহিনীর এফ৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি ১টা ৬ মিনিটে আকাশে উড্ডয়ন করে। উড়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়।

এমআইকে/এইউ

  1. উড্ডয়নের ১২ মিনিটের মাথায় আছড়ে পড়ে বিমানটি

    রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার মাত্র ১২ মিনিট পর, ১টা ১৮ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আকাশে ওড়ার কিছু সময় পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

    বিধ্বস্ত বিমানটিতে পাইলট হিসেবে দায়িত্বে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির। তার অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনায় স্কুল ক্যাম্পাসে অবস্থানরত একাধিক শিক্ষার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 

    আহতদের মধ্যে অনেককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং দিয়াবাড়ি এলাকার লুবানা হাসপাতালে পাঠানো হয়েছে।

    ফায়ার সার্ভিস সদরদফতর সূত্রে জানা গেছে, দুপুর ১টা ২২ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের আরও ইউনিট উদ্ধার তৎপরতায় যোগ দেয়।

    দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  2. ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

    বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। বিমানটি আছড়ে পড়ার পর সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।

    সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা।

    ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে দুপুর ১টা ২২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-7 বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।

  3. বিমান বিধ্বস্তের পর চিৎকার-কান্না, দিগ্বিদিক ছুটতে থাকেন শিক্ষার্থীরা

    বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়ার পর হতবিহ্বল হয়ে পড়েন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীরা। আতঙ্কে শুরু হয় চিৎকার-কান্না।  দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন ক্ষুদে শিক্ষার্থীরা। ইতিমধ্যে একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে পুড়ে আহত হয়েছে শিক্ষার্থীসহ অনেকে।

    এদিকে বিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে উদ্ধার কাজে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান।

    এখন পর্যন্ত উদ্ধার কাজে যুক্ত হয়েছেন ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের কর্মীরা।

    সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি আছড়ে পড়ার পর সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। 

    ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে দুপুর ১টা ২২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।

  4. প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত ১, উদ্ধার ৪

    রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খান। 

    তিনি বলেন, মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের মাঠে বিমান বিধ্বস্তের ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এছাড়া একই ঘটনায় ৪ জনকে উদ্ধার করা হয়েছে। আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

    তিনি আরও জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে আর আছেন, স্থানীয়রা এবং সেনাবাহিনীর কিছু সদস্য। 

    আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ- ৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বেলা দেড়টার দিকে দিয়াবাড়িতে এই বিমান বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

     

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর