জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ও গভীর শ্রদ্ধায় দিবসটি পালন করবে। এদিন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ দেশের সব বিসিবি ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এবারের শোক আরও গভীর। রাজধানীর উত্তরায় সোমবার মিলিটারি ফাইটার জেট দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বিসিবি। আয়োজিত দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করা হবে।
বিজ্ঞাপন
এছাড়া আগামীকাল শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যাচ অফিসিয়ালরা কালো ব্যাজ ধারণ করবেন। শোকের অংশ হিসেবে ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে কোনো সংগীত বাজানো হবে না।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন, তাদের আগামীকালের (বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি) উৎসর্গ করা হবে। বাঘেরা এই শোকের সময় জাতির পাশে থাকবে।’
মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের উৎসর্গ করার কথা নিশ্চিত করেছে। বিসিবি লিখেছে, ‘দুই দল। নীরবতার প্রশ্নে সবাই এক। কাঁদছে এক জাতি।’















































































































































