মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহ গ্রামের বাড়ি নেওয়ার পথে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি ফ্রিজার ভ্যান উল্টে গেছে।
সোমবার দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা নিহত শিক্ষার্থীর স্বজনেরা কমবেশি আহত হয়েছেন।
বিজ্ঞাপন
নিহত শিক্ষার্থীর নাম মেহনাজ আফরিন হুমাইরা (৮)। তিনি টাঙ্গাইলের সখিপুর থানার তেলিপাড়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হুমাইরা নিহত হয়। পরে স্বজনরা তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ি টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন। রাত দুইটার দিকে গাড়িটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে মহাসড়কের সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে ভ্যানটি উল্টে যায়। এ ঘটনায় গাড়িতে থাকা একাধিক স্বজন আহত হন।
পাশেই সেনাবাহিনীর একটি ক্যাম্প থাকায় সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় তানহা হেলথ কেয়ার হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসেন সাংবাদিকদের জানান, রাতে আহত অবস্থায় কয়েকজন হাসপাতালে এসেছিলেন। তাদের অবস্থা গুরুতর ছিল না। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে গেছেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি















































































































































