শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: শিশু জায়রা ও জুনায়েদ অভিভাবকের কাছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ০৫:০৫ পিএম

শেয়ার করুন:

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: শিশু জায়রা ও জুনায়েদ অভিভাবকের কাছে

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর দুই শিশু মোছা. আসমাউল হোসনা জায়রা ও ঢাকা বার্ন ইউনিটে ভর্তি হওয়া মো. জুনায়েদ হাসান এখন পরিবারের সঙ্গে।

সোমবার (২১ জুলাই) উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর এই দুই শিশুর পরিবারের সন্ধান চেয়ে ফেসবুক পোস্ট করা হয়।


বিজ্ঞাপন


ফেসবুক পোস্টে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করলে রমজান শেখ নামে ব্যক্তি ফোনটি ধরেন। তিনি বলেন, মো. জুনায়েদ হাসান এখন পরিবারের সঙ্গে আছে। তার অভিভাবকের খোঁজ মিলেছে।

মোছা. আসমাউল হোসনা জায়রার পরিবারের সন্ধান চেয়ে ফেসবুক পোস্টে যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল তা তন্ময় আহমেদ নামের এক ব্যক্তি তিনি বলেন, জায়রাকে নিরাপদে তার দাদার হাতে তুলে দিয়েছি আমরা।

এর আগে জুনায়েদকে নিয়ে ফেসবুক পোস্টে বলা হয়েছিল, বাচ্চাটাকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোনো অভিভাবক পাওয়া যায়নি।

মোছা. আসমাউল হোসনা জায়রার পরিবারের সন্ধান চেয়ে ফেসবুক পোস্টে বলা হয়েছিল, বাচ্চাটাকে কেউ চিনলে জানাবেন প্লিজ? ও আমাদের এক বড় ভাইয়ের স্কুল বন্ধুর অফিসে আছে, নিরাপদে আছে তবে ও ওর কোনো ঠিকানা পরিচয় কিছু বলতে পারছে না।


বিজ্ঞাপন


জানা যায়, ১টার দিকে উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে কাজ করছে। দুর্ঘটনার সময় মাইলস্টোন ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এসময় শিক্ষার্থীদের দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখা গেছে। প্রাপ্ততথ্য অনুযায়ী, বিমান বাহিনীর এফ৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি ১টা ৬ মিনিটে আকাশে উড্ডয়ন করে। উড়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়।

এমএইচএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর