শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিমান দুর্ঘটনায় আহতদের জন্য খোঁজা হচ্ছে নেগেটিভ রক্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ০৬:৩৯ পিএম

শেয়ার করুন:

বিমান দুর্ঘটনায় আহতদের জন্য খোঁজা হচ্ছে নেগেটিভ রক্ত

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় উত্তরা আধুনিক হাসপাতালে জরুরি ভিত্তিতে ‘ও নেগেটিভ’ রক্তের প্রয়োজন পড়েছে।

সোমবার (২১ জুলাই) বিকেলে হাসপাতাল চত্বরে আশপাশের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের অনেককেই রক্ত সংগ্রহে ব্যস্ত থাকতে দেখা গেছে।


বিজ্ঞাপন


এসময় অনেকের হাতে ‘নিড নেগেটিভ ব্লাড’ লেখা কাজ দেখা গেছে। অনেকের হাতে ‘নিড ও নেগেটিভ’ লেখা কাগজও ছিল।

আহতদের মধ্যে দগ্ধ রোগীর সংখ্যা বেশি। তাদের মধ্যে কয়েকজনকে উত্তরা আধুনিক হাসপাতালের পাশাপাশি কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ মডেলের একটি প্রশিক্ষণ বিমান সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায়। দূর থেকে দৃশ্যমান ছিল ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।


বিজ্ঞাপন


টিএই/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর