রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্যে আগ্রহীদের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট দেওয়া হয়েছে। তবে এরপর পোস্টটি ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দুইটার কিছুক্ষণ পর ফেসবুকে পোস্টটি দেওয়া হয়।
বিজ্ঞাপন
এতে লেখা হয়, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন।’
এরপর পোস্টে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলচলতি হিসাব নম্বর যুক্ত করা হয়।
উল্লেখ্য, পোস্টটি দেওয়ার প্রায় আধা ঘণ্টা পর সেটিকে আর ওই পেজে খুঁজে পাওয়া যায়নি।
এমএইচটি















































































































































