রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার মাত্র ১২ মিনিট পর, ১টা ১৮ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আকাশে ওড়ার কিছু সময় পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
বিজ্ঞাপন
বিধ্বস্ত বিমানটিতে পাইলট হিসেবে দায়িত্বে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির। তার অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনায় স্কুল ক্যাম্পাসে অবস্থানরত একাধিক শিক্ষার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
আহতদের মধ্যে অনেককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং দিয়াবাড়ি এলাকার লুবানা হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস সদরদফতর সূত্রে জানা গেছে, দুপুর ১টা ২২ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের আরও ইউনিট উদ্ধার তৎপরতায় যোগ দেয়।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
বিইউ/ইএ















































































































































