বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ পাওয়ার অপেক্ষায় রয়েছেন তার স্বজনরা। রাজশাহী নগরীর উপশহরের বাসায় তারা অপেক্ষা করছেন। এ সময় তারা শোকাতুর হয়ে পড়েছেন। কান্নায় বার বার মুর্ছা যাচ্ছেন তৌকিরের নানা আজিজুর রহমান।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে আজিজুর রহমান ঢাকা মেইলকে বলেন, তৌকির আমার খুবই আদরের ছিল। খুব ভদ্র ছিল। আমাদের পরিবারের একট উজ্জ্বল নক্ষত্র ঝরে গেল।
বিজ্ঞাপন
এ সময় কান্নায় মুর্ছা যেতে থাকেন তিনি। চোখের পানি মুছতে মুছতে আজিজুর রহমান বলেন, আমার নানা ভাইয়ের জন্য দোয়া চাই। আরও যারা প্রাণ দিয়েছে, মারা গেছে, তাদের যেন আল্লাহ বেহেশত দেন। দেশবাসীর কাছে অনুরোধ, আপনারা দোয়া করেন। সবার পরিবার যেন ধৈর্য ধরতে পারে। এরকম ঘটনা আর কখনো যেন না ঘটে।
আজিজুর রহমান আরও বলেন, দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে রাজশাহীতে বিমান আসবে বলে আমাদের সর্বশেষ জানানো হয়েছে। আমরা অপেক্ষায় আছি নানু ভাইকে একনজর দেখার। বিকেল সাড়ে ৪টায় তার জানাজার নামাজ হবে। এরপর বিকেলে সপুরা গোরস্থানে তাকে কবর দেওয়া হবে।
এ সময় বাসায় তার অন্যান্য স্বজনরা তৌকিরের মরদেহের জন্য অপেক্ষারত ছিলেন। তৌকিরের খালা, চাচি, নানিসহ চাঁপাইনবাবগঞ্জ থেকে সব স্বজন এসেছেন রাজশাহীর বাসায়।
তৌকিরের চাচা মতিউর রহমান ও সাদিকুল ইসলাম ঢাকা মেইলকে জানান, খুব ভাল ছেলে ছিল তৌকির। ওর বাবা নতুন বাসা করছিল সপুরায়। সেই বাসায় আর ওঠা হলো না তৌকিরের। আপনারা দোয়া করিয়েন।
প্রতিনিধি/টিবি















































































































































