শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাইলস্টোন ইস্যুতে আর আনুষ্ঠানিক ব্রিফিং করবে না বার্ন ইনস্টিটিউট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ০৩:২৯ পিএম

শেয়ার করুন:

Nasir
ব্রিফিং করছেন অধ্যাপক ডা. মো. নাছির উদ্দীন।

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের বিষয়ে আর আনুষ্ঠানিক ব্রিফিং করবে না জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

বুধবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মো. নাছির উদ্দীন।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘মাইলস্টোন ইস্যুতে আর আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে না। সাংবাদিকরা চাইলে তথ্য জানতে পারবেন এবং তাদেরকে তথ্য সরবরাহ করা হবে।

অধ্যাপক ডা. নাছির উদ্দীন বলেন, মাইলস্টোনের রোগীদেরকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের চিকিৎসায় কোনো ঘাটতি রাখা হচ্ছে না, চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন।

তিনি জানান, বর্তমানে ৩২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে শিশু ২৭ জন, আর বয়স্ক পাঁচজন। তাদের মধ্যে আইসিইউতে আছেন দুজন। তিনজনের অবস্থা সংকটাপন্ন। সিভিয়ার রোগী সাতজন। 

ডা. নাছির উদ্দীন বলেন, ভালো খবর হলো আজকে কোনো রোগী মারা যায়নি। এ পর্যন্ত রোগীদের ১২৮ বার অস্ত্রোপচার করা হয়েছে। রোগীদেরকে বিদেশি চিকিৎসকরাও দেখছেন এবং পর্যবেক্ষণ করছেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, অনেক রোগীই মানসিক ট্রমায় আছেন, তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়েও মনোযোগ দেওয়া হচ্ছে। নিয়মিত কাউন্সিলিং করা হচ্ছে।

এসএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর