শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিমান বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে আসছে একের পর এক রোগী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

burn
আহতদের বার্ন ইনস্টিটিউটে আনা হচ্ছে। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেলেও এখনো অন্যদের মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে। তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হচ্ছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে স্কুল ছুটির সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত অন্তত ৩০ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।


বিজ্ঞাপন


বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, জরুরি বিভাগে একের পর এক রোগী আসছে। চিকিৎসকরা দ্রুত তাদের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দিতে তোড়জোর করতে দেখা গেছে।

প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন জানান, এই মুহূর্তে প্রচুর রোগী আসছে, এখন কথা বলা যাবে না।

Burn2

এদিকে এ ঘটনায় উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


বিজ্ঞাপন


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের পাঠানো (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।

এসএইচ/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর