শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুমূর্ষু অবস্থায় অন্য হাসপাতাল থেকে রোগী আসছে বার্ন ইনস্টিটিউটে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ১০:২৯ পিএম

শেয়ার করুন:

মুমূর্ষু অবস্থায় অন্য হাসপাতাল থেকে রোগী আসছে বার্ন ইনস্টিটিউটে

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর একের পর এক আহত রোগী আসছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এরইমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন রোগীকে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

এদিকে উৎসুক জনতার ভিড় ক্রমশই বাড়ছে বার্ন ইন্সটিটিউটের সামনে। রোগীর আত্মীয়-স্বজনসহ রক্তদাতারাও ভিড় জমাচ্ছেন। এতে বার্ন ইন্সটিটিউটের সামনে জটলা তৈরি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও অংশ নিয়েছেন। রোগীর স্বজন ছাড়া হাসপাতালে প্রবেশ করতে পারছে না কেউ।


বিজ্ঞাপন


হাসপাতালের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, অনেক রোগীকে বার্ন ইন্সটিটিউটে রেফার্ড করা হচ্ছে। সন্ধ্যার পর থেকে অন্তত ২০টি অ্যাম্বুলেন্সে রোগী এসেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, এখন পর্যন্ত প্রায় ৭৩ জন রোগী এখানে এসেছে। কিছুক্ষণ পরপরই রোগী আসছে।

এমআই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর