উত্তরা মাইলস্টোন স্কুলের ওপর যুদ্ধবিমান বিধ্বস্ত ও মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে নিহতদের পরিবারে যথাযথ অর্থ সাহায্য ও আহতদের সুচিকিৎসা দাবি জানিয়েছে দলটি।
দলের কেন্দ্রীয় নেতাদের একটি দল মঙ্গলবার (২২ জুলাই) নিহত ও চিকিৎসাধীন আহতদের পরিবারকে সান্ত্বনা দিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান। নেতৃবৃন্দ সেখানে দায়িত্বরত চিকিৎসক, স্বেচ্ছাসেবী সংস্থা ও অপেক্ষমান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ও কথা বলেন। সরকারের পক্ষ থেকে তদারকি ও চিকিৎসা কার্যক্রমের ব্যপারেও তারা অবগত হন।
বিজ্ঞাপন
এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের নেতৃত্বে একটি দল দিন-রাত চিকিৎসা সহায়তা কার্যক্রমে অংশ নেন। সার্বিক পর্যবেক্ষণ শেষে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে উপস্থিত সাংবাদিকদের সামনে ব্রিফিং করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
এসময় দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির, স্বেচ্ছাসেবক ও জনকল্যাণ বিষয়ক সহ সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহকারী দপ্তর মশিউর রহমান মিলু, পল্টন থানা আহ্বায়ক আবুল কাদের মুন্সি ও মিজানুর রহমান মিঠুসহ দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আহতদের সেবা শুশ্রুশার জন্য চিকিৎসক, স্বেচ্ছাসেবী সংস্থা, রাজনৈতিক দলগুলো এবং ছাত্র-ছাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে যেভাবে সহমর্মিতার হাত বাড়িয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা প্রচুর পরিমাণে ব্লাড পেয়েছি। সড়কের শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবীরা খুবই তৎপর।’
চিকিৎসাসেবার ব্যপারে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘এখানে যে চিকিৎসা হচ্ছে, আইসিইউতে চিকিৎসাধীনরা ছাড়া বাকিদের আশা করি উন্নতি ঘটবে। কিন্তু যারা আইসিইউতে আছেন তাদের মধ্য থেকে আরও দুঃসংবাদ আমাদের শুনতে হতে পারে।’
বিজ্ঞাপন
তিনি ব্যথিত চিত্তে যারা স্বজন হারা হয়েছেন তাদের প্রতি শোক ও সহমর্মিতা প্রকাশ করে বলেন, ‘দেশের মানুষ ও রাষ্ট্রকে সহযোগি বন্ধু হিসেবে তাদের পাশে থাকতে হবে।’
সরকারের কাছে নিহতদের পরিবারে যথাযথ আর্থিক সহায়তা ও আহতদের সুচিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেয়ারও তিনি দাবি জানান।
ইএ















































































































































