শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উত্তরা থেকে ঢামেকে পাঠানো হয়েছে অজ্ঞাত শিশুর লাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ০৯:০০ পিএম

শেয়ার করুন:

উত্তরা থেকে ঢামেকে পাঠানো হয়েছে অজ্ঞাত শিশুর লাশ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়ে রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালে এক শিশুর মরদেহ পড়ে ছিল। পরে মরদেহটি সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সোমবার (২১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের উত্তরা বিভাগের ডিসি মুহিদুল ইসলাম।


বিজ্ঞাপন


তিনি বলেন, এখন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে একটি লাশ আছে। যার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, কারণ লাশটির অধিকাংশ বার্ন হয়ে গিয়েছে। সিআইডি ডিএনএ প্রোফাইল করে পরিচয় শনাক্তের চেষ্টা করবে।

এদিকে হাসপাতালটির উপ-পরিচালক বজলুর রহমান আদিল জানান, এখানে দুটি ডেড বডি ছিল। একটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে যেটি শনাক্ত হয়নি।

এমআইকে/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর