বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়ার পর হতবিহ্বল হয়ে পড়েন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীরা। আতঙ্কে শুরু হয় চিৎকার-কান্না। দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন ক্ষুদে শিক্ষার্থীরা। ইতিমধ্যে একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে পুড়ে আহত হয়েছে শিক্ষার্থীসহ অনেকে।
এদিকে বিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে উদ্ধার কাজে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান।
বিজ্ঞাপন
এখন পর্যন্ত উদ্ধার কাজে যুক্ত হয়েছেন ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের কর্মীরা।
সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি আছড়ে পড়ার পর সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে দুপুর ১টা ২২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।
বিমানের পাইলট জীবিত আছেন কি না এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
বিইউ/ইএ















































































































































