শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিঙ্গাপুর থেকে আসা এক ডাক্তার, দুই নার্স বার্ন ইনস্টিটিউটে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ০২:০২ পিএম

শেয়ার করুন:

সিঙ্গাপুর থেকে আসা এক ডাক্তার, দুই নার্স বার্ন ইনস্টিটিউটে

মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় এক ডাক্তার ও দুজন নার্স জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে প্রবেশ করেছেন।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে এগারোটার দিকে তারা প্রবেশ করেন বলে জানা গেছে। 


বিজ্ঞাপন


এর আগে চিকিৎসাধীন দগ্ধদের চিকিৎসা দেওয়ার জন্য তারা মঙ্গলবার রাতে সিঙ্গাপুর থেকে আসেন। পরে বিমানবন্দর থেকে নেমে একটি হোটেলে রাত্রিযাপন করেন।

জানা গেছে, এক ডাক্তার ও দুই নার্স সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালে প্রবেশ করেন ও পরে একটি কক্ষে বসেন। এরপর ডাক্তারদের সাথে কথা বলেন। রোগীদের সর্বশেষ পরিস্থিতি কি এসব বিষয়ে তাদের বার্ণ ইউনিটের চিকিৎসকরা তাদের ধারনা দেন। এখন তারা বার্ণ ইউনিটের চিকিৎসাধীন রোগীদের দেখছেন। বিকেল তিনটার দিকে রোগীদের সর্বশেষ অবস্থা নিয়ে পরে তারা কথা বলবেন।

এমআইকে/এমআর/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর