শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘ভারত যা করেছে, পাকিস্তান তা ভুলবে না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ০১:৪৩ পিএম

শেয়ার করুন:

‘ভারত যা করেছে, পাকিস্তান তা ভুলবে না’

ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার রেশ এবার ছড়িয়ে পড়েছে ক্রিকেট মাঠেও। সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের একাধিক সাবেক তারকা ক্রিকেটার। যার ফলে বাতিল হয়ে যায় দুই দলের বহুল প্রতীক্ষিত ম্যাচটি।

চলতি বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও অবনতি ঘটে। সেই ঘটনার প্রতিবাদে এবং জনমতের চাপে যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন 'ভারত চ্যাম্পিয়নস' দলের বেশ কয়েকজন খেলোয়াড় পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি হননি। সরে দাঁড়ান যুবরাজ সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, হরভজন সিং, ইরফান পাঠান ও ইউসুফ পাঠান। তাদের এই সিদ্ধান্তে আয়োজকরা শেষ পর্যন্ত ২০ জুলাই বার্মিংহামে অনুষ্ঠিতব্য ম্যাচটি বাতিল করে।


বিজ্ঞাপন


এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘ভারত যদি সত্যিই জাতীয়তাবাদ দেখাতে চায়, তাহলে সেটা আইসিসি টুর্নামেন্ট বা বিশ্বকাপেও দেখাক। তারা যদি আমাদের বিপক্ষে খেলতেই না চায়, তাহলে সেটা সব পর্যায়ে প্রমাণ করুক- বিশ্বকাপ, আইসিসি ইভেন্ট এমনকি অলিম্পিকেও না খেলুক।’ 

সালমান বাট আরও অভিযোগ করেন, ভারতের কয়েকজন তারকা খেলোয়াড় নিজেদের সিদ্ধান্ত অন্যদের ওপর চাপিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘যারা খেলতে চায়নি, তারাই অন্যদের খেলতে না যাওয়ার জন্য চাপ দিয়েছে। এটা ঠিক নয়। এমন আচরণ অসাংগঠনিক ও অনৈতিক।’

তিনি সতর্ক করে বলেন, ‘ভারত যা করেছে, পাকিস্তান তা ভুলবে না। ভবিষ্যতে যদি তারা আবার আমাদের বিপক্ষে খেলে, তাহলে আমরা তাদের সেই কথিত 'জাতীয়তাবাদ'-এর কথা মনে করিয়ে দেবো।’

ডব্লিউসিএল কর্তৃপক্ষ অবশ্য ভারতীয় খেলোয়াড়দের অস্বস্তির বিষয়টি বুঝে নিয়ে ম্যাচ বাতিলের জন্য দুঃখপ্রকাশ করেছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর