মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। আগুনে দগ্ধ ও বিভিন্নভাবে আহত শিক্ষার্থীদের সংখ্যা ১৬৪ জনের কথা জানানো হয়েছে। প্রাণহানি আরও অনেক বাড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। এই বিমান দুর্ঘটনার কারণ, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও সুনির্দিষ্ট করে জানানো হয়নি।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানের পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা বলছেন, যে বিমানটি দুর্ঘটনায় পতিত হয়েছে সেটি উড্ডয়নের ১২ মিনিটের মধ্যে আছড়ে পড়েছে। যে কারণে বিমানটি তেল ভর্তি থাকায় দুর্ঘটনার পরই চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতেই বেশিরভাগ শিক্ষার্থী মারা গেছে। আহতরা বেশিরভাগ আগুনে পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমান আছড়ে পড়ার কয়েক মিনিটের মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় উদ্ধার করতে বেগ পেতে হয়।
আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।
বিমান দুর্ঘটনায় স্কুলে থাকলেও বেঁচে ফেরা মাইলস্টোনের একজন শিক্ষক জানান, দুর্ঘটনাটি আকস্মিকভাবে হওয়ায় কারও কোনো কিছু করার ছিল না।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, সময়টা ছিল স্কুল ছুটির। শিক্ষার্থীরা গেটে অপেক্ষা করছিল। কী ঘটছে তা বোঝার আগেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। চারিদিকে শুধু আগুন দেখতে পান তারা।
প্রাপ্ততথ্য অনুযায়ী, দুর্ঘটনায় পতিত হওয়া বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই (F-7BGI) বিমানটির জ্বালানি ধারণ ক্ষমতা প্রায় সাড়ে ৩ হাজার লিটার।
ধারণা করা হচ্ছে, বিমান আকাশে ওঠার ১২ মিনিটের মধ্যে বিধ্বস্ত হওয়ায় তেলের ট্যাংকি অনেকটা ভরা ছিল। আছড়ে পড়ার পর বিমানটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তেল ছড়িয়ে পড়ে। যে কারণে সবখানেই আগুন লেগে যায়।
জানা গেছে, হাসপাতালে নেওয়া দগ্ধদের অনেকের শরীর ঝলসে গেছে। বেশিরভাগের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিইউ/এফএ















































































































































