বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: থানায় থানায় মহানগর বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ১১:১১ পিএম

শেয়ার করুন:

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: থানায় থানায় মহানগর বিএনপির বিক্ষোভ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল পালিত হয়েছে।

শনিবার (৬ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে ওইসব বিক্ষোভ মিছিল থেকে চারজনকে গ্রেফতারের অভিযোগও পাওয়া গেছে।


বিজ্ঞাপন


বিক্ষোভ মিছিল থেকে গ্রেফতাররা হলেন- শাহ আলী থানাধীন ৯৩ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর ইউনিট বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন, পল্লবী থানাধীন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আকিল মাহামুদ, মিরপুর থানাধীন ১৩ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর ইউনিটের সভাপতি মো. শাহিন এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

আরও পড়ুন: হারিকেন হাতে প্রতিবাদ মিছিলে রিজভী

এর আগে শনিবার দিনব্যাপী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা দক্ষিণ বিএনপির উদ্যোগে মতিঝিল, পল্টন, শাহবাগ, যাত্রাবাড়ী, শ্যামপুর, সূত্রাপুর, খিলগাঁও, চকবাজার, কদমতলী ছাড়াও গেন্ডারিয়া, ওয়ারী, বংশাল, কোতোয়ালি, শাহজাহানপুর, সবুজবাগ, মুগদা, রমনা, লালবাগ, হাজারীবাগ, ধানমন্ডী, কলাবাগান, নিউমার্কেট থানা এলাকায় ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এছাড়া ঢাকা উত্তর বিএনপির উদ্যোগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহানগরের ২৬টি থানাধীন বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


এ বিষয়ে এক বিবৃতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং সদস্য সচিব আমিনুল হক গ্রেফতার নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন।

এমই/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর